img
কর্পোরেট ল'ইয়ার | পলিটিকাল লিডার | সমাজসেবক

নাসরীন সুলতানা মিলি

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম সাধারণ সম্পাদক, ব্যারিস্টার এবং কর্পোরেট ল’ প্র্যাকটিশনার হিসেবে কাজ করছি।আমি ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম এবং জ্যোৎস্নারা বেগমের কন্যা। শৈশব ও মাধ্যমিক শিক্ষা পেয়েছি ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে। এরপর লন্ডনে উচ্চশিক্ষা গ্রহণ করি। ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন থেকে Law এ স্নাতক সম্পন্ন করার পর গ্রেজ ইন থেকে Bar at Law অর্জন করি। দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজিতে মাস্টার্স করি। ২০১৬ সালে বাংলাদেশ বারে এনরোল হওয়ার পর থেকে আমি করপোরেট ল’ এ প্র্যাকটিস করে আসছি। পাশাপাশি স্টেট ইউনিভার্সিটিতে কোম্পানি ল’ পড়ানোর অভিজ্ঞতাও রয়েছে। রাজনীতিতে আমি বাংলাদেশ পার্টির প্রতিষ্ঠালগ্ন থেকেই সক্রিয়। একজন সাধারণ কর্মী হিসেবে যাত্রা শুরু করে আজ আমি দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সরকারের মর্যাদাপূর্ণ IVLP স্কলারশিপ অর্জন করি। এই কর্মসূচির অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি এবং বিশ্বের বিভিন্ন দেশের উদীয়মান রাজনৈতিক নেতাদের সঙ্গে কাজ করেছি।আসন্ন ২০২৬ জাতীয় নির্বাচনে আমি ঢাকা ১০ আসন থেকে সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী।