Nasreen Sultana Mily

ঢাকা ১০ এর উন্নয়নে আমার এজেন্ডা

ঢাকা ১০ এর আওতাধীনএলাকা— ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট এবং হাজারীবাগের মানুষের দীর্ঘদিনের অনিয়ম অব্যবস্থা ও নাগরিক দুর্ভোগ দূর করতে এই এলাকার উন্নয়নের জন্য কয়েকটি অগ্রাধিকারমূলক প্রস্তাবনা নিয়ে আমি কাজ করছি। নাগরিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা • ছিনতাই প্রবণ এলাকায় পর্যাপ্ত আলো স্থাপন • সিসি ক্যামেরা বসানো এবং টহল পুলিশ বাড়ানো • রায়েরবাজার ও হাজারীবাগ এলাকায় মাদকমুক্ত উদ্যোগ • বিচারপ্রক্রিয়াকে নাগরিক বান্ধব করা যাতে কেউ হয়রানির শিকার না হয় স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য উন্নয়ন • ডেঙ্গুর উপদ্রব কমাতে সমন্বিত নীতিমালা • ঢাকা ১০ এ একটি সরকারি হাসপাতালের জন্য বরাদ্দ নিশ্চিত করা। • প্রাইভেট হাসপাতালগুলোর মান নিয়ন্ত্রণ এবং কোয়ালিটি মনিটরিং। • হাজারীবাগ ট্যানারি এলাকা এবং আশপাশে উন্নত স্যানিটেশন ব্যবস্থা স্থাপন। পরিবেশ ও সবুজায়ন • ৩১ নং ওয়ার্ডে যত্রতত্র ময়লা-বর্জ্য ফেলার প্রতিরোধ ব্যবস্থা উন্নয়ন এবং শিশু পার্ক উন্মুক্ত রাখা। • ধানমন্ডি লেকের উন্নয়নে বিশেষ মনিটরিং সেল গঠন। • ধানমন্ডি কলাবাগান রায়েরবাজার ও হাজারীবাগ এলাকায় সবুজায়ন উদ্যোগ। • ছোট খাল ভরাট বন্ধে কঠোর ব্যবস্থা। অবকাঠামো ও ট্রাফিক ব্যবস্থাপনা • আধুনিক ট্রাফিক সিগনাল এবং রোড নেটওয়ার্ক উন্নয়ন। • যানজট ও দূষণ কমাতে সমন্বিত পরিকল্পনা। • সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা দূরীকরণের জন্য আধুনিক ড্রেনেজ ব্যবস্থা। • ময়লা এবং ড্রেনেজ সমস্যার দ্রুত সমাধানে সিটি কর্পোরেশনের সাথে যৌথ উদ্যোগ। গ্যাস ও জরুরি সেবা • গ্যাস সংকট দূর করতে সরবরাহ বৃদ্ধি এবং পাইপলাইন সংস্কার। • আধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন। শিক্ষা ও তরুণ উন্নয়ন • সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা। • দখল হয়ে যাওয়া খেলার মাঠগুলো সপ্তাহে অন্তত দুইদিন সবার জন্য উন্মুক্ত রাখা। • প্রতিটি ওয়ার্ডে শিশুদের জন্য খেলার মাঠের ব্যবস্থা বাজার ও বাণিজ্য উন্নয়ন • নিউমার্কেটকে আধুনিক মার্কেটে রূপান্তর। • ব্যবসায়ীদের জন্য নিরাপদ এবং সুবিধাজনক ব্যবসা পরিবেশ তৈরি করা। সামাজিক সেবা ও মানবিক উদ্যোগ • পথশিশুদের পুনর্বাসন এবং প্রাথমিক শিক্ষা। • ভিক্ষুকদের কর্মসংস্থান ও আবাসন। • ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ এবং নিরাপত্তা। • ময়লার স্তুপ দ্রুত অপসারণ যাতে সিজনাল রোগের প্রাদুর্ভাব কমে। ঢাকা ১০ এর প্রতিটি মানুষ যেন নিরাপদ পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত এবং আধুনিক নাগরিক জীবনের সুবিধা পায় সেই লক্ষ্যেই এই এজেন্ডা তৈরি করা হয়েছে। নাগরিক অংশগ্রহণ এবং কার্যকর বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত মানবিক এবং সুসংগঠিত ঢাকা ১০ গড়ে তোলাই আমার প্রতিশ্রুতি।

img
img